Google search engine
Homeবিনোদনআশা জাগিয়েও ম্যাট্রিক্স সিনেমায় যোগ দিচ্ছেন না স্মিথ

আশা জাগিয়েও ম্যাট্রিক্স সিনেমায় যোগ দিচ্ছেন না স্মিথ

হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে দর্শকের মন জয় করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছিলেন তিনি। সেটি দেখে অনেকে ধারণা করছিলেন পরবর্তী ‘ম্যাট্রিক্স’ সিনেমায় অভিনয় করবেন এই তারকা।

তবে হলিউড রিপোর্টার সূত্রে জানা গেছে, স্মিথ এই নতুন প্রকল্পে যোগ দিচ্ছেন না।১৯৯৯ সালের ক্লাসিক ‘ম্যাট্রিক্স’ ছবিতে নিও চরিত্রে কাজের প্রস্তাব পেয়েছিলেন। সেই কথা স্মরণ করে উইল স্মিথ পোস্টে বলা হয়েছে, ১৯৯৭ সালে উইল স্মিথকে ম্যাট্রিক্স ছবির নায়ক নিও চরিত্রটির জন্য অফার করেছিলেন পরিচালক। স্মিথ প্রত্যাখ্যান করেছিলেন। তিনি ওই সময় ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’ ছবিটি বেছে নিয়েছিলেন শিডিউল দেওয়ার জন্য। কারণ স্মিথ মনে করেছিলেন এটিই তার জন্য উপযুক্ত গল্প ও চরিত্র। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি উইল স্মিথ নিও হতেন তাহলে ম্যাট্রিক্স কেমন হতো? উইল… ম্যাট্রিক্স তোমায় ধরতে চায়….

স্মিথের এই পোস্টটি দেখেই মনে করা হচ্ছিল নতুন ‘ম্যাট্রিক্স’ সিনেমায় তিনি যোগ দেবেন। তবে সূত্রগুলো নিশ্চিত করেছে যে তিনি নতুন প্রজেক্টটিতে অংশ নিচ্ছেন না। হলিউড রিপোর্টার বলছে, উইল স্মিথ স্পষ্টভাবে জানিয়েছেন, তার পোস্টটি শুধু একটি বিশেষ প্রকল্পের জন্য ছিল। ম্যাট্রিক্স সিরিজের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

ড্রু গডার্ড নতুন ম্যাট্রিক্স ছবিটি পরিচালনা করবেন। শিগগির এর নির্মাণ কাজ শুরু হবে।

এর আগে ১৯৯৯ সালে ‘ম্যাট্রিক্স’ সিরিজের প্রথম সিনেমাটি মুক্তি পায়। সেটি বিশাল সফলতা পেয়েছিল বিশ্বব্যাপী। প্রায় ৪৬৭ মিলিয়ন ডলার আয় করে তাক লাগিয়ে দিয়েছিল ছবিটি। সাইন্স ফিকশন সিনেমার জগতে রীতিমতো বিপ্লব ঘটিয়েছিল সিনেমাটি। পরে ‘ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘ম্যাট্রিক্স রেভোলিউশনস’ ২০০৩ সালে মুক্তি পায়। ২০২১ সালে ‘ম্যাট্রিক্স: রেসারেকশন্স’ মুক্তি পেলে সেটিও বক্স অফিসে সাড়া ফেলে। অন্যদিকে ‘ম্যাট্রিক্স’ ফিরিয়ে দিয়ে উইল স্মিথ যে ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’ ছবিতে অভিনয় করেছিলেন সেটি মুক্তির পর সমালোচিত হয়েছিল এবং বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। সেজন্য অনেকে মনে করেন এই অভিনেতার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য মিস ‘ম্যাট্রিক্স’ সিরিজে যোগ না দেওয়া। তবে আবারও যখন আলোচনা তুঙ্গে তখন ‘ম্যাট্রিক্স’-এ যোগ না দিয়ে স্মিথ বুঝিয়ে দিলেন এই ফ্র্যাঞ্জাইজিকে নিজের ক্যারিয়ারের জন্য বিশেষ কিছু মনে করেন না তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments