Google search engine
Homeঅন্যান্যস্বাস্থ্যকড়াইলের আলো ক্লিনিক পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

কড়াইলের আলো ক্লিনিক পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

রাজধানীর কড়াইলের আলো ক্লিনিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বুধবার (৮ জানুয়ারি) সকালে আলো ক্লিনিকে যান তিনি। এ সময় হাসপাতালে আগত রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, নগর স্বাস্থ্যব্যবস্থায় এ ধরনের ক্লিনিকের উপযোগিতা রয়েছে। এরকম উদ্যোগে রোগীরা যেমন হাতের কাছেই দ্রুত চিকিৎসাসেবা পাবে, তেমনি তা অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর চাপ কমাবে।

পরিদর্শনকালে আলো মডেল ক্লিনিক প্রজেক্টের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, আলো ক্লিনিকে সাধারণ রোগ, প্রসব-পূর্ব এবং প্রসব-পরবর্তী যত্ন, পরিবার পরিকল্পনার সহায়তা, ইপিআই টিকাদান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং মৌসুমি রোগসহ অসংক্রামক রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়।

তিনি জানান, বিনামূল্যে সেবা দেওয়াসহ ২৩ ধরনের ওষুধ সরবরাহ করা হয় এখানে। এছাড়া রোগী নিবন্ধন থেকে শুরু করে প্রেসক্রিপশন লেখা এবং পরীক্ষার ফলাফল পর্যন্ত প্রতিটি ধাপ ডিজিটালাইজড। একবার নিবন্ধিত হলে, ভবিষ্যতের যেকোনো চিকিৎসা বা ফলোআপের জন্য চিকিৎসকরা রোগীর পূর্ববর্তী চিকিৎসার তথ্য দেখতে পারেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান মায়া ভেনডেনেন্ট উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments