Google search engine
Homeবিনোদনবলিউডযে কারণে বলিউডে এসে বদলে গেলেন ঐশ্বরিয়া

যে কারণে বলিউডে এসে বদলে গেলেন ঐশ্বরিয়া

বলিউডে অভিষেকের আগে বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ অভিনেত্রী সে সময়ে নাকি একেবারেই অন্যরকম ছিলেন। কিন্তু বিশ্বসুন্দরী তকমা প্রাপ্তির পরে অনেক পাল্টে যান তিনি। এরপর বলিউডে একের পর এক সিনেমা উপহার দেন ঐশ্বরিয়া। এই দুই সময়ের ঐশ্বরিয়াকে মেলানো যায় না- এমনটা মনে করছেন গায়িকা সোনা মহাপাত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে নিয়ে কথা বলেছেন তিনি।

সোনা মহাপাত্র ঐশ্বরিয়াকে চেনেন বিশ্বসুন্দরী হওয়ার অনেক আগে থেকে।এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার সব মনে আছে। মুম্বাইতে তখন আমি পরীক্ষা দিতে এসেছিলাম। ঐশ্বরিয়া আমার চেয়ে বয়সে বড় ছিল। কী অপূর্ব দেখতে ছিল তিনি। কথাও বলত খুব ভালো। আর সবচেয়ে বড় ব্যাপার, ও খুবই বুদ্ধিমতী ও স্বপ্রতিভ ছিল।’ কিন্তু বেশ কয়েক বছর পরে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার কথা শুনে অবাক হন সোনা মহাপাত্র। কোনোভাবেই মেলাতে পারছিলেন না। তার ভাষ্য, ‘আমার দেখা ঐশ্বরিয়া তো তিনি নন। এত নেতিবাচক ধারণা তার মধ্যে তো ছিল না। এত রেখে ঢেকে কথা বলত না। তারপর ভাবলাম সময়ের সঙ্গে হয়তো পরিবর্তন হয়েছেন তিনি। হয়তো চলচ্চিত্রের পরিবেশ তাকে বদলে দিয়েছে। কিন্তু ও সত্যিই খুব বুদ্ধিমতী ছিল ঐশ্বরিয়া। এই জগৎ হয়তো অতটা বুদ্ধিমত্তা গ্রহণ করতে সক্ষম নয়। তাই নিজেকে পরিশীলিত করেছে এ অভিনেত্রী। তাই এখন আগের থেকে মিতভাষী। আমার এ ধারণা ভুলও হতে পারে।’

বলিউড তারকা ঐশ্বরিয়া স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন। ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। ১৯৯৪ সালে তিনি বিশ্বসুন্দরীর উপাধি লাভ করেন। তারপরেই মণি রত্নমের তামিল সিনেমায় দিয়ে অভিনয়ের ভুবনে পথচলা শুরু করেন তিনি। সেই থেকে তিনি এ অঙ্গনের বাসিন্দা হয়ে আছেন। ঐশ্বরিয়া রাইয়ের সংসারের অশান্তির খবর এবছর বেশির ভাগ সময় গণমাধ্যমে আলোচিত ছিল। কিন্তু তাদের সংসারের কলহ নিয়ে তারা কেউই পরিষ্কার করে কিছু এখন পর্যন্ত বলেননি। তার অনুরাগীরা এ নিয়ে রহস্যের মধ্যে রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments