Google search engine
Homeঅন্যান্যসোশ্যাল মিডিয়াজ্বলছে ক্যালিফোর্নিয়া, কী বলছে নেটদুনিয়া

জ্বলছে ক্যালিফোর্নিয়া, কী বলছে নেটদুনিয়া

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটিতে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। কাঠামোগত ও অর্থনৈতিক ক্ষয়-ক্ষতির দিক থেকে এটি আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল। এবারের শীতে এমন ভয়ংকর দাবানল ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের।

টানা ৬ দিন ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের গুরুত্বপূর্ণ শহরগুলো। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

মো. আদনান শিকদার লিখেছেন, ‘ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়ি-ঘর ও স্থাপনা, আশ্রয়হীন হয়ে পড়েছে লাখো মানুষ। আল্লাহ তাআলা সবাইকে মাফ করুন এবং দ্রুত এই ভয়াবহ দুর্যোগ থেকে মুক্তি দিন। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার সেই সব মানুষদের জন্য আমাদের প্রার্থনা, যেখানে সবচেয়ে বেশি মসজিদ ও মুসলিম বসবাস করেন। আমাদের এই প্রার্থনা শুধু ক্যালিফোর্নিয়ার জন্য নয় বরং পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীকে শান্তি ও নিরাপত্তার স্থান করে দিন এবং সকল প্রকার দুর্যোগ থেকে রক্ষা করুন। আমিন।’

আশরাফ জুয়েল লিখেছেন, ‘এটি হলিউডের কোনো মুভির শুটিং নয়, এটি ক্যালিফোর্নিয়া! আল্লাহ মানুষকে রক্ষা করো, বিপদমুক্ত রাখো, সে যে দেশেরই হোক।’

মো. জসিম উদ্দিন লিখেছেন, ‘বিলিয়ন ডলার খরচ করে তারা গাজায় আগুন জ্বালায়, আজ তারা নিজেরা পুড়ছে কোনো খরচ ছাড়াই। একেই বলে আল্লাহর বিচার।’

ফারুক সুমন লিখেছেন, ‘দাউদাউ করে পুড়ছে। প্রকৃতির কাছে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে।’

ঝিনেদার খবর পেজে লেখা হয়েছে, ‘ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments