Google search engine
Homeফিচারজোকসআজকের কৌতুক: চৌদ্দ টাকার জাল নোট

আজকের কৌতুক: চৌদ্দ টাকার জাল নোট

ক লোক টাকা জাল করতে-করতে ভুল করে একবার একটা জাল চৌদ্দ টাকার নোট তৈরি করে ফেলল। নোটটা চালানোর জন্য একদিন সন্ধ্যায় সে একটা পান-দোকানির কাছে গেল।

ব্যক্তি: ভাই, এই নোটটার ভাঙানি হবে?
দোকানদার: হবে।
ব্যক্তি: হবে? উত্তর শুনে সে অবাক। পান-দোকানির কাছ থেকে টাকা নিয়ে দ্রুত চলে এলো সে। এসে দেখে পান-দোকানি তাকে দুটো সাত টাকার নোট দিয়েছে।

****

জন্মদিন কবে?

উকিল: আপনার জন্ম দিন কবে?
সাক্ষী: ১৫ জুলাই।
উকিল: কোন বছর?
সাক্ষী: প্রতি বছর।

****

কৃপণের কলা কেনা

শ্যামল সাহেব বড়ই কৃপণ। একবার তিনি গিয়েছেন কলা কিনতে।
শ্যামল সাহেব: কি ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?
বিক্রেতা: তিন টাকা।
শ্যামল সাহেব: দুই টাকায় দেবেন কি না বলুন?
বিক্রেতা: বলেন কি! কলার খোসার দামই তো দুই টাকা।
শ্যামল সাহেব: এই নাও এক টাকা। খোসা রেখে আমাকে কলা দাও!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments