Google search engine
Homeবাংলাদেশএতগুলো মানুষ জীবন দেয়নি -উপদেষ্টা আসিফ

এতগুলো মানুষ জীবন দেয়নি -উপদেষ্টা আসিফ

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারী প্রতিনিধি

সরকারেরর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় সহ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকারের যে সংস্কারের এজেন্ডা, গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের যে চাওয়া-পাওয়া সে সংস্কার কার্যক্রমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন জানিয়ে তিনি আরও বলেন, শুধু একটা নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। দুই হাজারেরও বেশি মানুষ জীবন দিয়েছে। ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সদস্যরা দেশের নানা সংস্কারের কথা বলেছেন,আমরা সংস্কারের দাবী গুলো পূরণ করব।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় নীলফামারীর জলঢাকা পৌর শহরের সরকারী হাইস্কুল মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


আসিফ মাহমুদ আরো বলেন, গণঅভ্যুত্থানে যে এক দফা ছিল, সে এক দফা স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করা হয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করি, সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় বক্তারা জলঢাকার উন্নয়ন দাবী করেলে তিনি বলেন, আমাদের দেশে প্রায় ৪০ শতাংশ কাচা রাস্তা পাকা করণের বাকি আছে। জলঢাকা উপজেলাতে প্রায় ৪০ শতাংশ রাস্তা পাকাকরণ বাকি রয়েছে। জলঢাকায় যাতে দ্রুত জাতীয় পর্যায়ের সমপরিমাণে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা কাজ করব।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এ উপদেষ্টা বলেন, শিক্ষার মান বৃদ্ধির জন্য জলঢাকায় একটি লাইব্রেরি ও স্টেডিয়ামের উন্নয়ন করতে স্থানীয় সরকার কাজ করবে। এবং আগামীদিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আওতাধীন যে কোনো সমস্যা নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে মন্ত্রণালয়কে জানাবেন- আমরা বিশেষ গুরুত্বারোপ করব।
উত্তরবঙ্গকে নিয়ে এ উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়নের দিক থেকে অবহেলিত ছিল। শুধু কিছু কিছু জায়গায় উন্নয়ন সীমাবদ্ধ ছিল। যে অঞ্চলগুলো বৈষম্যের শিকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেসব অঞ্চলকে বেশি গুরুত্ব দেবে। আমরা কিছু দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নেব, যা এ সরকারের মেয়াদ শেষ হলেও জনগণ সেগুলোর সুফল ভোগ করবে।
বিকেলে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ‍্যালয়ে মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শীত বস্ত্র বিতরন ও মতবিনিময় সভা
উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন, বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মনয়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য আবু সাইদ লিয়ন, জেলা প্রশাসক নাইরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা কামাল, থানা অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম মন্ডল ,জামায়াতের রংপুর মহানগর কমিটির সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফি, উপজেলা জামায়াতের আমীর মোখলেছার রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান ও উপজেলা বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। উপজেলার প্রায় চার শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে দুপুর ২.৩০ মিনিটে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁও থেকে জলঢাকা স্টোডিয়ামে অবতরণ করেন তরুণ উপদেষ্টা আসিফ মাহবুব সজীব ভূইয়া

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments