Google search engine
Homeফিচারকর্ণফুলীর পাড়ে নতুন গন্তব্য কল্পলোক

কর্ণফুলীর পাড়ে নতুন গন্তব্য কল্পলোক

আরিফুল ইসলাম তামিম

কর্ণফুলীর স্বচ্ছ জলরাশিতে ভেসে বেড়াচ্ছে সাম্পান। সঙ্গে চলছে বিশাল আকৃতির সব জাহাজ। অন্যদিকে স্থানীয় কিছু জেলে ঝাঁকি জালে মাছ ধরছে। নদীপাড়ের মানুষজনের ব্যস্ত জীবনযাপনের মধ্যে দিয়েই বহমান চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির কর্ণফুলী নদী। একরাশ স্নিগ্ধতাঘেরা এমন মাধুর্য লুকিয়ে আছে চট্টগ্রামের কল্পলোক আবাসিকের পেছনের অংশে কর্ণফুলী নদীর পাড়ে। সৌন্দর্যখচিত স্থানটি অনেকের কাছেই অজানা। এক সময় বিশাল চর ছিল এই অংশে। বর্তমানে চরের মধ্য দিয়ে নির্মিত হচ্ছে সাড়ে আট কিলোমিটার দীর্ঘ ও চার লেনের সড়ক। এই সড়কের দুই প্রান্তে থাকবে দুই সেতুর ( কালুরঘাট ও শাহ আমানত) সংযোগ।

চাক্তাই থেকে কালুরঘাট পর্যন্ত রিং রোড হচ্ছে, যা উপকূলীয় বেড়িবাঁধ হিসেবে কাজ করবে। প্রকল্পটির পুরোপুরি কাজ শেষ হওয়ার আগেই নদীর তীরে এই প্রকল্পের অংশ হিসেবে বেড়িবাঁধ, ব্লক নির্মাণের ফলে কর্ণফুলীর সব সৌন্দর্য এখান থেকেই উপভোগ করতে পারছেন ভ্রমণপিপাসুরা।

বেড়িবাঁধ দেখতে পতেঙ্গা সমুদ্রসৈকতের মতো হওয়ায় অনেক পর্যটকের কাছে এটি কল্পলোক আবাসিক বিচ নামেও পরিচিত। চট্টগ্রাম মহানগরের যে কোনো স্থান থেকে রিজার্ভ সিএনজি কিংবা লোকাল গাড়ি চেপে যাওয়া যায় নান্দনিক এই স্থানে। লোকাল গাড়িতে যেতে হলে সর্বপ্রথম কল্পলোক মোড়ে নামতে হবে। সেখান থেকে লোকাল টমটম কিংবা ৩০-৪০ টাকায় অটোরিকশা যোগে চার রাস্তার মাথা বা নদীর পাড় বললেই নামিয়ে দিবে। চাক্তাই-কালুরঘাট সংযোগের এই রিং রোডে উঠলেই দেখা মিলবে অপার সৌন্দর্যের কর্ণফুলী।

কর্ণফুলীর স্নিগ্ধতা,গতিময়তা ও মাধুর্যের সবটাই দেখা যায় এখান থেকে। নদীর পারে নির্মিত বেড়িবাঁধ ও ব্লকগুলো এখানকার সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে স্থানটি। বিকেল হলেই নদীর পাড়ে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও প্রিয়জনকে নিয়ে সৌন্দর্য দেখতে ছুটে আসছেন পর্যটকরা।

কর্ণফুলীর অপরূপ দৃশ্য উপভোগের পাশাপাশি নদীতে নৌকা ভ্রমণেরও সুযোগ আছে এখানে। জনপ্রতি ৩০ টাকা ভাড়ায় কর্ণফুলী ব্রিজের সামনে পর্যন্ত গিয়ে আবার নির্ধারিত জায়গায় নিয়ে আসে নৌকাগুলো। তবে কেউ চাইলে রিজার্ভ নৌকা নিয়েও ঘুরে আসতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments