Google search engine
Homeফিচারতথ্য প্রযুক্তিগুগল ম্যাপে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে

গুগল ম্যাপে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে

গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব না। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।

প্রিয়জন বা যে কাউকে আপনার নিজের লোকেশন জানাতে বারবার ফোন করতে হবে না। চাইলে লাইভ লোকেশন সেন্ড করতে পারেন। যাকে পাঠাচ্ছেন সে সেই লোকেশন ম্যাপ ধরে পৌঁছে যাবে আপনার কাছে।

দেখে নিন কীভাবে গুগল ম্যাপের লাইভ লোকেশন সেন্ড করতে পারবেন-

>> প্রথমে গুগল ম্যাপস অ্যাপের ওপরের ডান কোণে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
>> এরপর ‘লোকেশন শেয়ারিং’ অপশন নির্বাচন করে পরের পৃষ্ঠায় থাকা ‘শেয়ার লোকেশন’ বাটনে ক্লিক করতে হবে।
>> এবার অবস্থানের তথ্য কতক্ষণ শেয়ার করতে চান, তা নির্ধারণ করতে হবে।
>> এরপর নিচে একটি ই-মেইল তালিকা বা শেয়ারিং অপশন দেখা যাবে।
>> এখান থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে লোকেশন শেয়ারের মাধ্যম নির্বাচন করলেই সেই ব্যক্তি গুগল ম্যাপসে আপনার রিয়েল টাইমে অবস্থানের তথ্য দেখতে পারবেন।
>> লোকেশন শেয়ার করার পর চাইলে তা যে কোনো সময় বন্ধ করা যায়। এজন্য লোকেশন শেয়ারিং অপশনে গিয়ে স্টপ বাটন নির্বাচন করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments