Google search engine
Homeঅপরাধজলঢাকায় গণধর্ষনের ঘটনায় থানায় অভিযোগ দিয়েও বিচার পেলেন না ভুক্তভোগী গৃহবধূ

জলঢাকায় গণধর্ষনের ঘটনায় থানায় অভিযোগ দিয়েও বিচার পেলেন না ভুক্তভোগী গৃহবধূ

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় তিন সন্তানের জননী এক গৃহবধূকে পালাক্রমে গণধর্ষনের ঘটনায় থানায় অভিযোগ দিয়েও বিচার পেলেন না ওই গৃহবধূ ।
উল্লেখ যে গত ১৮ ডিসেম্বর”২৪ ইং তারিখ বৃহস্পতিবার রাতে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নে বাজার করে বাড়ি ফেরার সময় এ ধর্ষনের ঘটনাটি ঘটেছে।

এ ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে জলঢাকা থানায় কয়েকজনকে আসামী করে অভিযোগ করেন ওই গৃহবধূ ।
তার বাড়ি ওই ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী আশ্রয়ণে।
বিভিন্ন সুত্রে জানাযায়, এ গন ধর্ষন

ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে জলঢাকা থানায় কয়েক জনকে আসামী করে অভিযোগ দেওয়ার পরেও বিচার শুরুর আগেই বিভিন্ন ব্যাক্তি ও মহলের চাপে ভুক্তভোগী গৃহবধূর পিতা শুক্রবার গভীর রাতে অর্থের বিনিময়ে এ ঘটনার আপোশ মিমাংসা করেন।
এদিকে ওই ভুক্তভোগী গৃহবধূ ধর্ষণ
ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দেওয়ার পরেও
বিচার পেয়ে হতাশায় ভুগছেন।

ওই ঘটনা সম্পর্কে ধর্ষিতা গৃহবধূ জানায়, আমি বাজার খরচ নিয়ে বাড়ি ফেরার সময় মীরগঞ্জ বাজার পাড়ার আজিদুল ইসলাম ওরফে কাচা কলার ছেলে রুবেল হোসেন ও তহিদুল ইসলামের ছেলে সোহাগ পরিচয় সুত্র ধরে আনুমানিক ৮টার সময় আমাকে ডেকে নিয়ে গিয়ে একটি রুমে আটকে রেখে ৭জন বন্ধুর মধ্যে ৫জন রাতভর জোর পূর্বক ধর্ষণ করেছে। সকালে বিষয়টি জানাজানি হলে বাবা মাকে সাথে নিয়ে থানায় অভিযোগ করি। কিন্তু অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কেনো জানি এখনো আসামীদের ধরছেন না। এবিষয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি (তদন্ত) আব্দুর রহিম জানান, মীরগঞ্জ তদন্তকেন্দ্র বিষয়টি দেখছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments