Google search engine
Homeবিনোদনদুই গান নিয়ে হাজির আসিফ আকবর

দুই গান নিয়ে হাজির আসিফ আকবর

নতুন বছরের শুরু মাসেই পরপর দুটি গান প্রকাশিত হলো আসিফ আকবরের। একটি গানের শিরোনাম ‘মন জানে’, অন্যটি ‘আয় ফিরে আয়’। দুটি গানেই ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন আসিফ।

গতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের নতুন গান আয় ফিরে আয়। গানটিতে নতুন রূপে পাওয়া গেল আসিফকে। গানের ভিডিওতে দেখা গেল, একটি ব্যান্ড সেটআপ নিয়ে গাইছেন তিনি। রক ও মেটালের ফিউশন পাওয়া যাচ্ছে মিউজিকে। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন রাজিব মোনা। ‘দুচোখ ঢেকেছে কুয়াশা, মন তবু বাঁধে আশা’ এমন কথায় গানটি লিখেছেন জয় চক্রবর্তী। গানটি প্রকাশিত হয়েছে স্প্লেনডিড অডিও নামের ইউটিউব চ্যানেলে। অন্যদিকে ৫ জানুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো আসিফের নতুন গান মন জানে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুরকার ও কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গল্পনির্ভর একটি ভিডিও করা হয়েছে গানটির। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। মডেল হয়েছেন সজীব, মহতারাম ও জিম।

নতুন গান নিয়ে আসিফ বলেন, ‘দুটি গানেই নতুনত্ব পাবেন দর্শক-শ্রোতা। গান দুটি প্রকাশিত হয়েছে ইংরেজি নতুন বছর উপলক্ষে। ফিরে আয় গানটি ব্যান্ডের আমেজে করা। গানটির কম্পোজিশন করেছেন রাজিব। মন জানে গানটি করেছে ইমরান মাহমুদুল। তার সঙ্গে আগেও একটি গান করেছি। ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। আমাদের দুজনকে দিয়ে গানটি করানোর মূল উদ্যোক্তা স্নেহাশীষ। তার কারণেই এত সুন্দর একটা গানের জন্ম হলো। আশা করছি দুটি গানই শ্রোতাদের মন জয় করবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments