Google search engine
Homeঅন্যান্যক্যাম্পাসনতুন ভবন নির্মাণের দাবিতে ঢাবির এসএম হলের শিক্ষার্থীদের মানববন্ধন

নতুন ভবন নির্মাণের দাবিতে ঢাবির এসএম হলের শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলে নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন এবং উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। এসময় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে এস এম হলে নতুন শিক্ষার্থীদের অ্যালটমেন্ট নিশ্চিত করার দাবি জানানো হয়।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের অবর্তমানে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশার কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হল সলিমুল্লাহ মুসলিম হল। ঐতিহ্যবাহী এ হলটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বসবাস ও শিক্ষা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘ চারবছর ধরে ষড়যন্ত্রমূলকভাবে সলিমুল্লাহ মুসলিম হলে নতুন শিক্ষার্থী বরাদ্দ বন্ধ রেখেছে। সলিমুল্লাহ মুসলিম হল বন্ধ হওয়া বাংলাদেশের ইতিহাসের একটা অংশকে অস্বীকার করা বলে আমরা মনে করি। বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নবাব স্যার সলিমুল্লাহর ইতিহাসের সাক্ষী এ হল। বাংলার মুসলমানদের শিক্ষা ও স্বাধীনতার প্রতীক হিসেবে এ সলিমুল্লাহ মুসলিম হল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তাই এ হলকে রক্ষা করা আমাদের কর্তব্য।

এতে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নতুন নতুন ভবন নির্মাণ হচ্ছে, সেখানে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও সলিমুল্লাহ মুসলিম হলে নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রশাসনের কোন ধরনের উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন এই হল বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী হওয়ায়, এই হল তার চাঞ্চল্য হারালে ইতিহাস বিলুপ্তির আশঙ্কা রয়েছে যা পরবর্তী প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রকারী স্বৈরাচারী হাসিনার পতনের পরে আমাদের রক্তের উপরে গড়ে ওঠা বর্তমান প্রশাসনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী হলকে রক্ষায় কোন রকমের পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। পদক্ষেপ না নেওয়া কে আমরা মনে করি যে আমাদের সলিমুল্লাহ মুসলিম হল নিয়ে ষড়যন্ত্র এখনও বিদ্যমান।

সলিমুল্লাহ মুসলিম হল রক্ষায় তারা ৩ দফা দাবির কথা স্মারকলিপিতে উল্লেখ করেন। দাবিগুলো হলো- এক সপ্তাহের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকেই সলিমুল্লাহ মুসলিম হলে নতুন ছাত্রদের অ্যালটমেন্ট চালু করার অফিসিয়াল ঘোষণা দেওয়া। পর্যাপ্ত আবাসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে আগামী সপ্তাহের মধ্যে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া। বর্তমান ভবনকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে শিক্ষার্থীদের বসবাস উপযোগী করা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments