Google search engine
Homeবাংলাদেশঅর্থনীতিশেয়ারবাজারে কেমন হলো ৬ ব্যাংকের লেনদেন

শেয়ারবাজারে কেমন হলো ৬ ব্যাংকের লেনদেন

ঋণ অনিয়ম ও জালিয়াতির ঘটনা ঘটায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ৬ ব্যাংকই শেয়ারবাজারে তালিকাভুক্ত।

বাংলাদেশ ব্যাংক এমডিদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পর সোমবার (৬ জানুয়ারি) এই ৬ ব্যাংকের শেয়ার শেয়ারবাজারে লেনদেন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই ৬ ব্যাংকের মধ্যে ৩টির শেয়ারদাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ১টির। আর ২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে রোববার (৫ জানুয়ারি) ৬টি ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে গভর্নরের বৈঠকের পর এমডিদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে ৬ ব্যাংকের মধ্যে যেসব ব্যাংকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আছেন তাদের বিষয়ে এ সিদ্ধান্ত কার্যকর হবে না।

বাংলাদেশ ব্যাংক থেকে এমন সিদ্ধান্ত আসার পর সোমবার স্বাভাবিক নিয়মেই শেয়ারবাজারে এই ৬ ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দাম কমেছে। বিপরীতে আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ার দাম বেড়েছে। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও  ইউনিয়ন ব্যাংকের শেয়ার দাম অপরিবর্তিত রয়েছে।

এক্সিম ব্যাংক

আগের কার্যদিবসের লেনদেন শেষে এক্সম ব্যাংকের শেয়ারদাম ছিল ৭ টাকা ২০ পয়সা। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদাম দাঁড়িয়েছে ৭ টাকা ১০ পয়সা। অর্থাৎ আগের দিনের তুলনায় প্রতিটি শেয়ারের দাম কমেছে ১০ পয়সা। এতে সম্মিলিতভাবে ব্যাংকটির শেয়ারদাম কমেছে ১৪ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৭৩৪ টাকা। ৭ টাকা থেকে ৭ টাকা ২০ পয়সার মধ্যে কোম্পানিটির ৪ লাখ ৮৫ হাজার ২১৮টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ৩৪ লাখ ৫০ হাজার টাকা।

২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটি সর্বশেষ ২০২৩ সালে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের ২০২২ ও ২০২১ সালেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ব্যাংকটি। এছাড়া ২০২০ সালে সাড়ে ৭ শতাংশ নগদ ও আড়াই শতাংশ বোনাস শেয়ার, ২০১৯ ও ২০১৮ সালে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ, ২০১৭ সালে সাড়ে ১২ শতাংশ নগদ এবং ২০১৬ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। অর্থাৎ ব্যাংকটি নিয়মিত বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংক

আগের কার্যদিবসের লেনদেন শেষে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারদাম ছিল ৫ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদাম দাঁড়িয়েছে ৪ টাকা ৯০ পয়সা। অর্থাৎ আগের দিনের তুলনায় প্রতিটি শেয়ারের দাম কমেছে ১০ পয়সা। এতে সম্মিলিতভাবে ব্যাংকটির শেয়ারদাম কমেছে ১০ কোটি ৩৬ লাখ ৮১ হাজার ১৬৭ টাকা। ৪ টাকা ৮০ পয়সা থেকে ৪ টাকা ৯০ পয়সার মধ্যে কোম্পানিটির ১০ লাখ ৮৯ হাজার ৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ৫৩ লাখ ৪০ হাজার টাকা। ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি সর্বশেষ ২০২২ সালে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে।

সোশ্যাল ইসলামী ব্যাংক

সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদাম ৮ টাকা ৯০ পয়সা থেকে কমে ৮ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় প্রতিটি শেয়ারের দাম কমেছে ১০ পয়সা। এতে সম্মিলিতভাবে ব্যাংকটির শেয়ারদাম কমেছে ১১ কোটি ৪০ লাখ ১৫ হাজার ৫১০ টাকা। ৮ টাকা ৮০ পয়সা থেকে ৮ টাকা ৯০ পয়সার মধ্যে কোম্পানিটির ১১ লাখ ৮২ হাজার ৯০৩টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ১ কোটি ৪ লাখ ১০ হাজার টাকা।

আইসিবি ইসলামী ব্যাংক

আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ারদাম ২ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ৩ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১০ পয়সা। এতে সম্মেলিতভাবে ব্যাংকটির শেয়ারদাম বেড়েছে ৬ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ২৩০ টাকা। ২ টাকা ৯০ পয়সা থেকে ৩ টাকা ১০ পয়সার মধ্যে কোম্পানিটির ৩ লাখ ১৮ হাজার ৫৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ৯ লাখ ৬০ হাজার টাকা।

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংক বছরের পর বছর ধরে লোকসানের মধ্যে রয়েছে। ফলে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারে না ব্যাংকটি। যে কারণে পঁচা ‘জেড’ গ্রুপে স্থান হয়েছে প্রতিষ্ঠানটির। সর্বশেষ কবে ব্যাংকটি লভ্যাংশ দিয়েছে সে সংক্রান্ত তথ্য ডিএসইর ওয়েবসাইটে নেই।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

সোমবার লেনদেন শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারদাম আগের দিনের মতো ৫ টাকা ৩০ পয়সা দাঁড়িয়েছে। অর্থাৎ ব্যাংকটির শেয়ারদাম বাড়া বা কমার ঘটনা ঘটেনি। তবে কোম্পানিটির শেয়ার ৫ টাকা ২০ পয়সা থেকে ৫ টাকা ৪০ পয়সার মধ্যে লেনদেন হয়। ব্যাংকটির ১১ লাখ ৩৮ হাজার ৭৯৯টি শেয়ার ৬০ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments